
মামুন হোসাইন: ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের (অনুর্ধ্ব) উপজেলা পর্যায়ের ফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ পৌর একাদশ ২-০ গোলে ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে দুটি গোল করেন রাকিব। খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালণায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ওসি(তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য আব্দুর রহমান।