অর্থনীতি ডেস্ক,১৭ নভেম্বর, ২০১৯: পেঁয়াজের মতো চালের দাম নিয়ে যেন সমস্যা না হয় সে বিষয়ে চাল-মিল মালিকদের লক্ষ্য রাখতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ‘সংবাদপত্র থেকে জেনেছি যে গত কয়েক দিনে চালের দাম কিছুটা বেড়েছে। তবে, আমাদের মজুদ এখনও অনেক। পেঁয়াজের মতো চালের দাম নিয়ে যেন কোনো সমস্যা না হয়।’
রবিবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চাল-মিল মালিকদের সাথে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ে অযথা কেলেঙ্কারি হয়েছে…চালের সাথে যাতে এমন না হয়।’
তিনি উল্লেখ করেন যে চালের দাম কম হওয়ায় ওএমএস ডিলাররা সরকার থেকে চাল কিনতে চাচ্ছেন না।
‘ওএমএস ডিলাররা ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করতে পারছেন না। তাই তারা এগুলো নিতে চান না। এর মানে এই নয় যে আমাদের গুদামের চাল খারাপ,’ যোগ করেন মন্ত্রী।
সাধন চন্দ্র আরও বলেন, ‘আমরা বাজার মনিটর করেছি। সরু চালের দাম একটু বেড়েছে দেখেছি।’
চাল রপ্তানি করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি করতে হলে সরু চাল করতে হয়। কিন্তু সবাই এটি খায়। তাই এর রপ্তানির অনুমতি তিনি দিতে পারেন না বলে মন্ত্রী উল্লেখ করেন। সূত্র : বাসস