চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে আটক ৯

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হরিনা নৌ পুলিশের জাটকা অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি জাটকা ইলিশ মাছ সহ ৯ জন জেলেকে আটক করা হয়েছে।

৮ মার্চ (সোমবার) সকালে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম হোসেনের নেতৃত্বে এ এস আই শহিদুল ও আক্কাস আলী মেঘনা নদীতে তাদেরকে জাটকাসহ আটক করে।

অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে মোঃজাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদের শেখ (২৮), জসিম শেখ (২৭), আনোয়ার শেখ (২০),মোহাম্মদ হামিম(১৯), সাদ্দাম হোসেন শেখ(২৪) আরিফ ঢালী(২০) আনছার খান(৩৫)সহ ৯জনকে আটক করে নৌ পুলিশ।
নৌ পুলিশ নদীতে অভিযান কালে এ সময় মোহাম্মদ হামিম নামে এক জেলে নদীতে পড়ে ট্রলারের পাখার সাথে লেগে আহত হয়। আহত জেলে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে পুলিশ পাহারায় ভর্তি রয়েছেন।


এ বিষয়ে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। এছাড়াও যাত্রীবাহী লঞ্চেও পদ্মা মেঘনায় নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *