ফরিদগঞ্জ ব্যুরো : ক্ষমতাসীন দল আ’লীগের অভ্যন্তরিন কোন্দলের কারণে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক পরিস্থিতির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যাপক নিরাপত্তা বেষ্টুনিতে ফরিদগঞ্জে ভাষা শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ইউএনও শিউলী হরির নেতৃত্বে উপজেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল আফজাল হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশ শহীদ বেদীতে ফুল দেয়। উপজেলা প্রশাসন, জেলা ও থানা পুলিশ প্রশাসনের ব্যাপক নিরাপত্তা বেষ্টুনির কারণে বড় ধরনের হানাহানি হয়নি বলে স্থানীয় সুধীজন ধারনা করেন।
পরে, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু সরকারি কলেজ, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখা, উপজেলা যুবলীগ প্রমুখ। সকালে ইউএনও শিউলী হরির নেতৃত্বে প্রভাত ফেরী করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। এছাড়া সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ মিনার চত্বরে গণ সংগীতের আয়োজন করে ফরিদগঞ্জ সংগীত একাডেমী। এই ছাড়াও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, ভাইস প্রিন্সিপল নেপাল দেবনাথ ও ফরিদগঞ্জ প্রেসক্লবের সভাপতি নুরুন্নবী নোমান। ওইদিন সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা ভাটিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ আঙ্গীনায় অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শহীদ দিবস পালন করে। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লবের সভাপতি নুরুন্নবী নোমান ও সেক্রেটারী প্রবীর চক্রবর্ত্তী প্রমূখ।