
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি : ফরিদগঞ্জে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, এসএমসি সভাপতি আমির হোসেন পাটওয়ারী, সহকারি শিক্ষক মনির হোসেন, নুর হোসেন, আবু জাফর প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টি বিদ্যালয়ে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকীগুলোতে একক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয় নি। #