
মামুন হোসাইন: করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার সমতার বিশ্ব, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে মহিলা বিষয়ক কর্মকর্তার থেকে র্যালীটি শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনা, বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার, ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মহিলা বিসয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সোবহান লিটন, এস আই আনোয়ার হোসেন, মহিলা নেত্রী সুলতানা রাজিয়া, প্রমূখ। অনুষ্ঠানে কয়েকটি নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।