শিমুল হাছান: ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন র্যালী আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএএলজি প্রকল্পের সহায়তায় র্যালী শেষে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এসময় উপজেলা পরিষদের অনান্য কর্মকর্তা কর্মচারীর উপস্থিত ছিলেন।