ফরিদগঞ্জে রোকেয়া দিবস পালিত

শিমুল হাছান: ফরিদগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতারদের সংবর্ধনা দেয়া হয়েছে।
৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও শিউলী হরি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীরাই বেশি করে এগিয়ে আসতে হবে। স্ব-স্ব স্থানে এসে নারীরা নিজ নিজ অবস্থান গড়ে তুলবেন, সেই দিন শেষ। এখন পুরুষসহ অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নারীদেরক নিজেদের স্থান শক্ত হকতে হবে। আমরা যদি নিজেদেরকে সর্বদা দুর্বল ভাবি তবে, কখনোই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে সমাজসেবা ও নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখার জন্য দুইজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *