স্টাফ রিপোর্টার: ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ২৫শে নভেম্বর বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব ৭১ স্মৃতি বিজরিত কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এছাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের নেতৃত্বে ইউসিসি কর্তৃপক্ষ মুক্ত দিবসের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার সহিদুল্ল্যা তপাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি কমা-ার সরোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা সফর আলী, বীরমুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন, মমিনুল হক প্রমুখ।
এদিকে দিবস উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সদস্য এম কে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নারায়ন রবিদাস, আমান উল্যা আমান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নিবার্হী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ।