স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো: ইসমাইল হোসেন পাটওয়ারী আনুষ্ঠানিক ভাবে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে পুরো পৌর এলাকা প্রদক্ষিণ করেন। সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে অমি পার্কে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মো: ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, আমার পরিবার এই পৌরসভার জন্য অনেক কিছু করেছে। আমি আজ মাঠে নেমে শুধু একটি কথাই বলবো। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে যদি মেয়র পদে আমি মনোনয়ন পাই এবং মেয়র নির্বাচিত হই , তবে আপনারা অন্তত আগামী ৫ বছর আমার ও আমার পরিবারের সদস্যদের কাছ থেকে ভাল ব্যবহার পাবেন। উন্নয়ন কর্মকা-ের কথা বলা প্রয়োজন নেই। কারণ মাননৗয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকাকে সমভাবে উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করছেন।
তিনি বলেন, অন্য প্রার্থীরা আমার অনেক আগেই মাঠে নামলেও আমি মাঠে একবারেই নেমেছি। আমাকে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি নির্দেশ দিয়েছেন, মাঠে গিয়ে গণসংযোগ শুরু করতে। কারণ তিনিও চাইছেন একজন ভাল মেয়রের হাতে পৌরসভার দায়িত্ব যাক। তাই এমপি মহোদয়ের পরামর্শ নিয়ে আমি মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি।