বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানিতে সামিল হতে পারেননি। এমন ৫ হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিরতণ করে আবারো আলোচনায় ফিরেছেন, মার্কেন্টাইল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক, শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এমএ হান্নান।
শুধু মাংসই নয়, তা রান্না করার জন্য তেল, মশলাসহ অন্যান্য সামগ্রী ক্রয় করার প্রয়োজনীয় নগদ টাকাও দেওয়া হয়। এমএ হান্নান গত দুইদিন ধরে তার গ্রামের বাড়ি শোল্লা এলাকায় নিজ হাতে এবং ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভায় তার সতীর্থদের মাধ্যমে সময়োপযোগী এমন মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দরিদ্র অসহায় মানুষের মাঝে কুরবানির এই উপহার তুলে দিতে সহায়তা করেন, আবু জাফর খসরু মোল্লা, মাহবুবুর রহমান মফু, আমানত হোসেন গাজী, অ্যাডভোকেট মহসিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন,আবদুল মতিন, ইমাম হোসেনসহ আরো অনেকে।
খোঁজ নিয়ে জানাগেছে, গত দুই দশক ধরে এমএ হান্নান তার নিজ এলাকা ফরিদগঞ্জে রাজনীতির বাইরে এসে সামাজিক বেশকিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।
এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মুসলিম সম্প্রদায়ের জন্য সুদৃশ্য মসজিদ নির্মাণ, সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্মশান এবং মন্দির সংস্কারে আর্থিক সহায়তা দিয়ে ইতিমধ্যে দলমত নির্বিশেষে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি ।