চাঁদপুর প্রতিনিধি:
সুদুর ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুর্গমচরের বানভাসী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে একদল তরুণ। চাঁদপুরের পদ্মা নদীর দুর্গশচর রাজরাজেশ্বর। পাশের শরীয়তপুর জেলার সখীপুর ঘেঁষা এই চরের তিনটি গ্রামে এমন মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেয় জেলার ফরিদগঞ্জের আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশন নামে শিক্ষার্থীদের নিয়ে গড়া একটি সংগঠন।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ মোশাররফ জানান, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি, মাঝেরচর ও পাশের শরীয়তপুরের সখীপুরের আরো একটি চরে দুর্গত ১ শ পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তারা। এরমধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেয়াজ, চিড়া ও মুড়ি, সাবান, খাবার স্যালাইন এবং প্যারাসিটামল টেবলেট।
খোঁজ নিয়ে জানাগেছে, সংগঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন শিক্ষার্থী নিজেদের জমানো টাকায় এসব খাদ্য সামগ্রী ক্রয় করেন। পরে ফরিদগঞ্জ থেকে মিনি ট্রাকে চাঁদপুর শহরের তিন নদীর মোহনায় যায় তারা। সবশেষ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা ও পদ্মা পাড়ি দিয়ে রাজরাজেশ্বরের চরে পৌঁছেন তারা। চরের দুর্গত মানুষজন এমন মানবিক খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের বর্তমান সভাপতি জহিরুল ইসলাম। তাকে এই কাজের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান খাইরুল ইসলাম জনিসহ আরো কয়েকজনকে।
উল্লেখ করা যেতে পারে, করোনা পরিস্থিতি সৃষ্টি হলে এই সংগঠনটি মানুষকে স্বাস্থ্য সৃরক্ষা বজায় রেখে চলার জন্য বেশ আলোচনায় আসে শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।