ষ্টাফ রিপোর্টার:
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দেশ বরেণ্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, দেশের এই কঠিন মূহুর্তে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবী রাখে। করোনাকালে ফরিদগঞ্জ উপজেলার সকল লোকজনকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। ফরিদগঞ্জবাসীকে করোনা থেকে রক্ষা করতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি মানা এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে লোকজনকে সহায়তা করতে প্রশাসন ও পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের লোকজন নিরলস কাজ করে চলছেন। আমি এসব বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিচ্ছি। আপনাদের যে যেকোন সাহায্য সহযোগিতায় আমাকে কাছে পাবেন। শনিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসন ও থানা অফিসার ইনচার্জ আব্দুর রাকিবসহ থানা পুলিশের সাথে করোনা পরিস্থিতিসহ উপজেলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুব লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।