ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন ফরিদগঞ্জ পৌর এলাকর কাছিয়াড়া গ্রামের রাজু (৪০) গুপ্টি পশ্চিম ইউনিয়নের ওহিদা বেগম (৪৫) গুপ্টি পূর্ব ইউনিয়নের শহিদ উল্যা (৬৫) এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রুহুল আমিন (৫৬)। এ ছাড়াও পূর্বের শনাক্ত হওয়া পৌরসভার বড়ালী এলাকর কামরুন্নাহারের পুনোরায় করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার মোট ১০টি রির্পোট এসেছে, এব মধ্যে ৫ টি পজেটিভ । বাকী ৫ টি নেগেটিভ । এনিয়ে ফরিদগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত হলো ৫৩ জন। আক্রান্তদের বিষয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।