ফরিদগঞ্জে নতুন ২জনসহ মোট করোনাক্রান্ত ৪৯জন

ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের শতবর্ষী মো: হাবিবুল্লা(১০২) । তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন শান্তের পিতা। আরেক জন হলেন, খাতিনুর জান্নাত(৪০)। তার বাড়ি ফরিদগঞ্জ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার মোট ১০টি রির্পোট এসেছে, তার মধ্যে ২ টি পজেটিভ । বাকী ৮টি নেগেটিভ। এনিয়ে ফরিদগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত হলো ৪৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *