ষ্টাফ রিপোর্টার:
শনিবার স্থানীয় সংসদর সদস্য দেশবরণ্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান নিজ এলাকা উপজেলার বালিথুবা গ্রামে তাঁর ব্যক্তিগত তহবিল হতে করোনা পরিস্থিতিতে বেকার ও অসহায় হয়ে যাওয়া পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেন। এই সময় তিনি, তাৎক্ষনিক উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দেশে একজন মানুষও যেন বিনা চিকিৎসা ও না খেয়ে মরতে পারবে না, সেই আদেশের প্রতি তোমরা সম্মান দেখিয়ে পুরো ফরিদগঞ্জবাসীর জন্য কাজ করবে। ফরিদগঞ্জের প্রতিটি অঞ্চলে গিয়ে অসহায় মানুষের খবর নিবে এবং সাধ্যমতে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তিনি বলেন- সরকার ব্যাপক হারে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই দেশের মানুষ সার্বিক নিরাপত্তার বেষ্টুনিতে থেকে উন্নয়ণের শিখরে এগিয়ে যাবে। তিনি করোনার পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার মধ্যে থেকে অসহায়দের পাশ্বে থাকার সবাইকে আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব, কেন্দ্রীয় আ’লীগ নেতা খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন ও থানা আ’লীগ নেতা জিএম তাবাচ্ছুম প্রমূখ।