ফরিদগঞ্জ প্রতিনিধিঃ নির্বাচনী এলাকা ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্র্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী কেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সোমবার উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার কয়েকশত দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২য় পর্যায়ে ১৫টি ইউনিয়নে ৫ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দরা জানান। সরকারী বিধি-নিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মঞ্জিল হোসেন সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের পক্ষে বিভিন্ন ইউনিয়নে খাদ্য বিতরণ কর্মসূচী সার্বিকভাবে মনিটরিং করছেন।
পাইকপাড়া জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণ অনুষ্ঠানে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম সস্পাদক পাইকপাড়া সাবেক ভিপি আবুল খায়ের রুবেল এর পরিচালনায় এসম আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক হুমায়ুন কবির কাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল পাটওয়ারী, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি হাবিবুর রহমান ভুইয়া (আফ)ু, সাধারণ সম্পাদক নান্নু দেওয়ান, বিএনপি নেতা মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বোরহান উদ্দিন, সাহাদাৎ হোসেন মনা, মিজানুর রহমান, বাবুল পাটওয়ারী, সালে আহমেদ, আব্দুল হাই (আবু), তছলিম পাটওয়ারীসহ অনেকে।
ছবির ক্যাপশনঃ ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।