ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে পৌর এলাকার অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। গতকাল শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের অফিসে ওয়ার্ড পর্যায়ে নেতাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন সভাপতির পক্ষে উপজেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শহীদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জসিম পাটওয়ারী, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক জহির পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, টিপু পাঠান, শ্রমিক লীগ সভাপতি হানিফ সর্দার প্রমুখ।