ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়ণের বরাদ্দ দেওয়া ১৪৭বস্তা চাল বিক্রি’র প্রকাশিত খবরের ইউপি মেম্বারের ব্যাখ্যা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিন ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার এমারান হোসেন তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৫ এপ্রিল সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ ও দৈনিক ক্রাইম নিউজ অনলাইন ওয়েব পোর্টালের প্রথম পাতায় প্রকাশি নিউজ- ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের উন্নয়ণে বরাদ্দ দেওয়া ১৪৭ চাল বিক্রি নিয়ে তোলপাড়” প্রকাশিত নিউজের প্রতিবাদ করেন। তিনি তার লিখিত প্রতিবাদে জানান, আমি গ্রামীণ সড়ক উন্নয়ণ প্রকল্পের আওতায়, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের বেপারী বাড়ী সামনের ইটের সলিং হতে পাটওয়ারী বাড়ীর বক্স কালভার্ট পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের বাবদ ৪.৪০০ মেঃ টন চাল বরাদ্দ পাই। উক্ত চাল দুই কিস্তিতে যথাক্রমে ৩১ ডিসেম্বর ২০১৯ইং তারিখে, ২.২০০ মেঃ টন ৫০ কেজির ৪৪ বস্তা বস্তা এবং গত ৩০ মার্চ ২০২০ ইং তারিখে, ২.২০০ মেঃ টন ৩০ কেজির ৭৩ বস্তা চাল উত্তোলন করি। কাজে প্রথমে স্থানীয় লেবারদের চাল দিয়ে কাজ করি। পরবর্তীতে কাজের শেষ পর্যায় লেবার চাল নিতে অনিহা প্রকাশ করলে বাকী চাল বিক্রি করে লেবার দের পারশ্রমিক দেই। কিন্তু স্থানীয় কিছু অসাধু লোক আমার কাছে অন্যায় আপদার করলে আমি তার প্রতি সায় না দিলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় এবং এর মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে আমাকে সাধারন মানুষের কাছে হেয়প্রতিপন্ন করতে অপচেষ্টা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *