রুহুল আমিন খাঁন স্বপন:
করোনাভাইরাস সংকট মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে লায়ন আল-আমিন ফাউন্ডেশের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত কয়েক ধাপে অব্যাহত থাকবে এ বিতরণ কার্যক্রম।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১ কেজি পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ফরিদগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে প্রায় দেড় হাজার নি¤œ আয়ের মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ফাউন্ডেশের পক্ষ থেকে দেওয়া এসকল ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়ার জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সহযোগী সদস্যদের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আবুল কাশেম রিয়াদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রাণ বিতরণের বিষয়ে জানতে চাইলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আল-আমিন প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, সবাই যাতে ঘরে থাকেন সে জন্যে পৌরসভা ও ১৫টি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে সরকারিভাবে যে আহ্বান জানানো হয়েছে তা মেনে চলার অনুরোধ জানান লায়ন আল-আমিন।
এদিকে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের মাধ্যমে এক ঘোষনায় বলেন, বিশ্বব্যাপি এ মহাসংকটে যারা খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে পারেছে না, যাদের বাবা বেঁচে নেই, কিংবা অসুস্থ, ঘরে ২-৩ ভাই বোন, খাদ্যের অভাবে যাদের পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে এমন কোন পরিবারের সন্ধান পেলে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য ওই পরিবারের নাম, ঠিকানা, ফোন নন্বর সহ তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ফরিদগঞ্জে প্রশাসন ও সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার বিতরণ করা হয়।