ফরিদগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে শফিকুর রহমান এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশব্যাপি চলমান অঘোষিত লকডাউনের কারণে দুর্ভোগে পড়া অসহায় দরিদ্র মানুষ ও নি¤œমধ্যবিত্তদের জন্য খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়েছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহুম্মদ শফিকুর রহমান । তিনি নিজে উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষে দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ৭ এপ্রিল মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার দাসপাড়া, সাফুয়াসহ আরো কয়েকটি স্থানে সহ¯্রাধিক লোকের মাঝে এমপি পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমার, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিআরডিবির সভাপতি মোতাহার হোসেন, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা যুব লীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক উপজেলা যুব লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীসহ নেতৃবৃন্দ। এসসময় তারা এমপির পক্ষে ফরিদগঞ্জবাসীকে নিরাপদে বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়ে বলেন। এমপি মহোদয় আপনাদের পাশে থাকবে।এই ত্রাণই শেষ নয়, বরং শুরু। আগামীতের এই ধারা অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম টেলু পাটওয়ারী,পাবেল পাটওয়ারী, সজীব আহমেদ, আলী নেওয়াজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *