ফরিদগঞ্জে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে লায়ন আল-আমিন ফাউন্ডেশন। রবিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসকল সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে পৌছে দেওয়া হয়।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আল-আমিন মুঠফোনে এ প্রতিনিধিকে বলেন, করোনা সংকট মোকাবেলায় ঝুঁকির মধ্যেই প্রশাসনের দায়িত্বশীল লোকজন কাজ করছে। সাংবাদিকরা আছেন অত্যন্ত ঝুঁকির মধ্যে। এ সংকটময় মূহুর্তে প্রশাসন ও সাংবাদিকদের সুরক্ষার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপন জানান, আগামী ৭ এপ্রিল সকাল থেকে ফরিদগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে নি¤œ আয়ের কর্মহীন মানুষের মাঝে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হবে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে মাস্ক ও স্যানেটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আনিছুর রহমান সুজন, জাকির হোসেন সৈকত, মামুনুর রশিদ খাঁন, লায়ন আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম নিশান, মো.আবুল কাশেম রিয়াদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *