ফরিদগঞ্জ প্রতিনিধি, গিয়াস উদ্দীন: করোনার পরিস্থিতিতে যখন ছোটখাট ব্যবসায়ী কিংবা দিনমজুরা অসহায় হয়ে পড়েছেন ঠিক সেই সময় সরকারের সহায়তার পাশাপাশি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কলাবাগান বাজারের পরিচালক ও এ হাবীব ট্রের্ড ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী আহসান হাবীব।
গত ২৮ ও ২৯ মার্চ দুইদিন ব্যাপী ফরিদগঞ্জ পৌর এলাকার শতাধীক পরিবারের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এই বিষয়ে তিনি বলেন- দেশের এই ক্লান্তিলগ্নে সমাজের অসহায়দের পাশে প্রতিজন ধন্যাঢ্যদের দাঁড়ানো উচিৎ। তাছাড়া অর্থশালীদের কাছে সৃষ্টিকর্তা অসহায়দের হক গুচ্ছিত বা হেফাজত রয়েছে বলে আমি মনে করি। তাই তাদের এই অধিকার বা হক নিয়ে এই সময় তাদের পাশে দাঁড়ানো এখনোই সময়।
গত দুইদিনে তার পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সাংবাদিক মামুন খান ও সমাজকর্মী গিয়াস উদ্দীন।