ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ফরিদগঞ্জে বিভিন্ন সংগঠন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজর বিতরণ করেছে। মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ফরিদগঞ্জ বাজারে ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় ফ্রেন্ডস ফোরামের পক্ষে হাজী কামরুল হাসান সউদ, আকবর হোসনে মনির, আল আমিন, মাইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে গুরুদেব সংঘ নামে একটি সংগঠন ফরিদগঞ্জ পৌর এলাকার দাসপাড়া এলাকার প্রতিটি ঘরে ঘরে ব্লিচিং পাউডার , ডেটল ও মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক পরেশ চন্দ্র দাস, দাপসপাড়া গুরুদেব সংঘের সভাপতি উত্তম দাস,সাধারণ সম্পাদক শ্যামল দাস, সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস, কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা সম্পাদক কৃষ্ণকমল দাস, সদস্য ধীরেন্দ্র দাস, রতন দাস প্রমুখ।