ফরিদগঞ্জ ব্যুরো :
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে জীবানুর নাশক ব্লিচিং পাউডার ছিটিয়েছেন পৌর মেয়র মাহফুজুল হক। এছাড়া তিনি উপজেলা সদরে এক হাজার মাস্ক বিতরণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর প্রাক্কালে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করা কর্তব্য। আমরা পৌরসভার পক্ষ থেকে পৌর শহর এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবানু মুক্ত করণ শুরু করেছি। একই সাথে নাগরিকদের মাস্ক বিতরণ করে নিরাপদ থাকার জন্য আহ্না জানাচ্ছি। এসময় তিনি জরুরী প্রয়োজন ছাড়া পৌরবাসীকে ঘর থেকে না বের হওয়ার জন্য আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।