মহিউদ্দিন সরকার চির্কা চাঁদপুর সপ্রাবির এসএমসির সভাপতি

ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি :
দেশের অন্যতম বৃহৎ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ২৪ এর সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাবেক যুগ্মবার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭৫নং চির্কাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ ২২ মার্চ রোববার সকালে বিদ্যালয়ের নুতন গঠিত এসএমসির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি বিদ্যালয়ের দাতা সদস্য নির্বাচিত হন। এদিকে একই কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক এমরান হোসেন মিলন ভূঁইয়া ।
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সরকার বাড়ির শিক্ষাবিদ মরহুম মোস্তাক আহমেদ সরকারের পুত্র মহিউদ্দিন সরকার দীর্ঘ প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *