ইন্টারন্যাশনাল ডেস্ক, আলোকিতফরিদগঞ্জ: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিরাপদ রাখতে সৌদি আরবের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।
তাতে বলা হয়েছে, চলমান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিরাপদ রাখতে এমন সিদ্ধান্ত।
এই নির্দেশের আওতায় সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে অবস্থিত দেশি-বিদেশি সব শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এরই মধ্যে করোনার কারণে আক্রান্ত দেশগুলো থেকে সৌদি আরবে ভ্রমণ ও উমরাহ্ ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। এমনকি দেশটির নাগরিকদেরও মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শেয়ার করুন:
