
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে মুহম্মদ শফিকুর রহমান এমপির নির্দেশে উপজেলা আওয়ামী যুব লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহবায়ক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান বাবলু, উপজেলা যুব লীগের সাবেক আহবায়কবিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী, পৌর আওয়ামী লীগ নেতা মাকসুদুল বাশারবাঁধন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য সজিব , আলাউদ্দিন ভ‚ঁইয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন, সাহাবুদ্দিন টিপু, যুব লীগ নেতা পুতুল সরকার প্রমুখ। #