যুব বিশ্বকাপ জয়ী ফরিদগঞ্জের মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন কে সংবর্ধনা প্রদান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত ১৫ সদস্যের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই জন। এই দুই কৃতি ক্রিকেটারকে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও প্রেসক্লাবের সভাপতি এবং ক্রীড়া সংস্থার সেক্রেটারী নুরুন্নবী নোমান। পরে, উপজেলা পরিষদ ও ক্রীড়া সংস্থা ছাড়াও সংবর্ধিত দুই ক্রিকেটার কে ফুলেল শুভেচ্ছা জানান, ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপজেলা এবং পৌর যুবলীগ নেতৃবৃন্দ। এর আগে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে দুই ক্রিকেটার কে চাঁদপুর জেলা থেকে তাদের ফরিদগঞ্জে নিয়ে আসা হয়।
উলেখ্য বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়–য়া গ্রামে। তার বাবা বিশিষ্ট ব্যাংকার আব্দুল বারেক। বর্তমানে তিনি চাঁদপুর নতুন বাজার শাখায় কর্মরত। মা হাছিনা বেগম গৃহিণী । চার ভাইবোনের মধ্যে জয় তৃতীয়। রামপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ার পর সে ভর্তি রামপুর বাজার মাদ্রাসায়। সেখানে ৭ম শ্রেণি পর্যন্ত পড়ে। পরে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রধান শামীম ফারুকীর হাত ধরে বিকেএসপিতে ভর্তি হয়। এখন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে, মানবিক বিভাগে পড়াশোনা চলছে।
অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছেলে শামীম হোসেন পাটওয়ারী বাবা হামিদ পাটওয়ারী, মা রিনা বেগম গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে শামীম সকলের ছোট। গ্রামের স্কুলে প্রাথমিক এবং ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। তার পর বিকেএসপিতে। এখন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে, মানবিক বিভাগে পড়াশোনা চলছে।
এদিকে ফরিদগঞ্জের দুই কৃতি ক্রিকেটারের এমন উত্থানে খুশি উপজেলাবাসী। তারা এই ধারাবহিকতা থরে রাখতে ফরিদগঞ্জে একটি স্টেডিয়ার নির্মাণের দাবী জানিয়েছেন। একই সাথে প্রকৃত মেধাবীরা মূল্যায়িত হয়। উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধূলা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবী তোলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *