
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম হারুণ সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন। গতকাল বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরের পুর্ব বাজারে এই ঘটনা ঘটে। আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। একই সময় বালিথুবা পুর্ব ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মহসিন তপাদারও
গুরুতর আহত হয়। পরে, সন্ত্রাসী ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ডে বেশ কিছু অটো রি·া ভাংচুর করে। জানা গেছে, বৃহষ্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমš^য়
সভা ও বিশ্বকাপ ক্রিকেট দলের দুই সদস্যের সংর্বধনা অনুষ্ঠান শেষে বিকালে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের পুর্ব বাজারে মার্কেন্টাইল ব্যাংকের সামনে পৌছলে এদল সন্ত্রাসী তার উপর হামলা করে। এসময় তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অন্যদিকে যুব লীগ নেতা মহসিন তপাদার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।