সিঙ্গাপুরে আরেক বাংলাদেশির শরীরে মঙ্গলবার করোনাভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত ১১ শ মানুষের মৃত্যু এবং ৪৫ হাজারের অধিক আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক, আলোকিত ফরিদগঞ্জ: সিঙ্গাপুরে আরেক বাংলাদেশির শরীরে মঙ্গলবার করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ।

তিনি বলেন, ওই রোগী বর্তমানে এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে রবিবার বাংলাদেশ নিশ্চিত করে যে সিঙ্গাপুরে কাজ করা এ দেশের এক নাগরিক ‘কোভিড-১৯’ নামের নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, উভয় বাংলাদেশি কর্মীর আক্রান্ত হওয়ার উৎস এক মনে হচ্ছে। সেটি হলো তাদের কর্মক্ষেত্র সেলাতির অ্যারোস্পেস হাইট।

‘আমরা স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয় এবং এনসিআইডি হাসপাতালের সাথে যোগাযোগ রাখছি,’ বলেন তিনি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ শ মানুষের মৃত্যু এবং ৪৫ হাজারের অধিক আক্রান্ত হয়েছেন। এর কারণে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *