
স্পোর্টস ডেস্ক, আলোকিত ফরিদগঞ্জ: বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বুধবার দেশে ফিরেছেন এবং হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের জমকালো সংবর্ধনা দিয়েছে।
পরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দিয়েছেন, আগামী দুই বছর এই দলের প্রত্যেক সদস্য তাদের আরও উন্নতির জন্য বোর্ড থেকে প্রতি মাসে এক লাখ টাকা করে পাবেন।
তিনি আরও ঘোষণা দেন, এই টিমের সদস্যদের সমন্বয়ে বোর্ড অনূর্ধ্ব-২১ নামে একটি দল গঠন করবে এবং তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া হবে।সূত্র : ইউএনবি