ফরিদগঞ্জ ব্যুরো : মঙ্গলবার বিজয় দিবসের প্রস্তুতি সভা শেষে, সদ্য যোগদাকৃত ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরিকে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন উপজেলা পরিষদ প্রেসকাবে ও শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে স্বাগত জানান।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা চেয়ারম্যন অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপত্বিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত হয়। এই সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল্যাহ তপদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্মা, ডাঃ আশরাফ আহম্মেদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারন সম্পাদক এম তবিবুল্লাহ ও ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমূখ।
সভা শেষে, ফরিদগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরিকে উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ, ফরিদগঞ্জ প্রেসকাবসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান ফুলেল শুভেচ্ছা জানান।#