ফরিদগঞ্জ ব্যুরো : শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ১ ডিসেম্বর তিনি বিদায়ী ইউএনও মোঃ আলী আফরোজ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বড়গুনা জেলার বামনা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষিরা উপজেলা তারা উপজেলার মোবারকপুর গ্রামের সত্য রঞ্জন হরি ও শিলা রানীর সুরের দুই মেয়ে ও এক মেয়ের মধ্যে সকলের ছোট শিউলী হরি ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৩ সালে ফিরোজপুর জেলায় সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগে সহকারি কমিশনার হিসেবে এবং ফুলবাড়িয়া উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে পাশ করা এই মেধাবী কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জননী। তার স্বামী চাঁদপুরের কচুয়া উপজেলার নিবার্হী অফিসার দ্বীপায়ন দাস শুভ।#
ফরিদগঞ্জের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা