ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তছলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ খায়রুল বাশার, ফরিদগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ থানার এসআই আনিছুর রহমান। সভায় সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ১৫টি ইউনিয়নে ক্যাম্প করার বিষয়ে জানানো হয়।#