স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার ঢাকায় আসছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে মাত্র এক দিনের সংক্ষিপ্ত সফরে আসছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান। ইনফান্তিনোর নেতৃত্ব পাঁচ সদস্যের ফিফা প্রতিনিধিদলের মঙ্গোলিয়া থেকে ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশ সফর শেষ করে বৃহস্পতিবার তারা লাওসের উদ্দেশে যাত্রা করবেন। প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন- ফিফার ডেপুটি জেনারেল সেক্রেটারি মাথিয়াস গ্রাফস্ট্রোম, চিফ অব কমিউনিকেশনস অনোফরে কস্তা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন সঞ্জীবন বালা সিংহাম ও সভাপতির অফিস ম্যানেজার ফেড্রিকো রাভিগ্লিওন। শনিবার মতিঝিলে বাফুফে কার্যালয়ে সংস্থার সভাপতি কাজী মো. সালাউদ্দিন সাংবাদিকদের জানান, এটি একটি সৌজন্য সফর। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন ফিফা সভাপতি। সেপ্প ব্লাটার ও জোয়াও হাভেলেঙ্গের পর ফিফার তৃতীয় সভাপতি হিসেবে বাংলাদেশ সফর করতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।