ইন্টারন্যাশনাল ডেস্ক:অভিসংশন তদন্তের মধ্যেই অর্থ কেলেঙ্কারির অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির দুই ব্যবসায়ী বন্ধুকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। বুধবার অস্ট্রিয়া যাওয়ার পথে ডলাস বিমানবন্দরে গ্রেপ্তার হন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির দুই ব্যবসায়ী বন্ধুরা হলেন- ইউক্রেনের ব্যবসায়ী লেভ পারনাস এবং বেলারুশের ইগোর ফ্রুম্যান। বৃহস্পতিবার ভার্জিনিয়ার আদালতে তোলা হয় দু’জনকে। তাদের বিরুদ্ধে প্রতারণা, ভুয়া বিবৃতি এবং ব্যবসা নিয়ে মিথ্যে তথ্য দেয়ার অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাম্পের দলের নেতাদের সমর্থনে অর্থ বিনিয়োগের অভিযোগ আছে, পারনাস ও ফ্রুম্যানের বিরুদ্ধে। এছাড়া জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত রুডিকে সহায়তা করছেন তারা। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির দাবি, আটককৃতদের চেনেন না তিনি।