আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গৃহীত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিভুক্ত প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করার জন্যে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ইতঃমধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর প্রয়োজনীয় নির্দেশনা এসেছে। সেমতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে নজরুল-সংগীত প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ৫০ জন শিল্পীকে ১৫ ও ১৬ অক্টোবর প্রশিক্ষণ প্রদান করা হবে। আর ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য সম্মেলনে র্যালি, নজরুলের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন, নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, দশটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে নজরুল বিষয়ক প্রকাশনা প্রদান, কবিতা পাঠ, সংগীত ও নৃত্য সম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজনের কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যাচ্ছে।