প্রধানমন্ত্রী কার্যালয় পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকির ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন

জেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি এ সময় ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। অত্যন্ত সফলভাবে পরিচালিত এই সংস্থার কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মোঃ ফারুক আহমেদ খান, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ তানভীর হোসেন, সুকান্ত চন্দ্র দাস, মোঃ জাবেদ, পলাশ ত্রিপুরা, শুখরঞ্জন ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা, মহারাজ ত্রিপুরা, খোকন ত্রিপুরা, প্রদীপ কুমার ভানু, রাখাল ত্রিপুরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *