নাগরিকত্বের কাগজপত্র না থাকায় নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা মুসলিমকে কারাগারে পাঠিয়েছে মিয়ানমারের একটি আদালত। পুলিশ জানায়, গত মাসের ২৬ তারিখ ইয়াঙ্গুনে যাওয়ার পথে পাথেইন নাগা ইয়োক সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী গাড়ির চালক পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমার ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমাচ্ছিলেন। আটতকৃতদের মধ্যে ২১ জনকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে মিয়ানমারের আদালত। আর ৮ জনকে কিশোর প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে মিয়ানমার পুলিশ জানিয়েছে, পাথেইন-মনওয়া সড়কে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।