ফরিদগঞ্জে তৃতীয় পর্যায়ে গৃহ প্রদানে প্রস্তুতিমূলক সভায় প্রেস ব্রিফিং

আমান উল্লাহ খান ফারাবী
ফরিদগঞ্জ উপজেলায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোদন অনুষ্ঠানে প্রস্তুতি মূলক সভায় প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিউলী হরি।

রবিবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও শিউলী হরি প্রেস ব্রিফিংএ বলেন, সরকারের সার্বিক উন্নয়ন মূলক সাংবাদিকদের সহযোগিতা আমার সবসময় মনে থাকবে। বর্তমান সরকার একজন জনবান্ধব সরকার হিসেবে ভূমি ও গৃহহীন দেরকে আপন গৃহে বসবাসের জন্য ভূমি ও গৃহ প্রদান করছেন। মাননী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জে তৃতীয় পর্যায়ে পাঁচটি ঘর প্রদান করেছেন। এপাঁচটি ঘর উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুরে দুইটি ঘর সাহেবগঞ্জে তিনটি ঘর প্রদান করেন।
পর্যায়ক্রমে ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদেরকে আরো ভূমি ও গৃহ প্রদান করবেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সানিয়র সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল, নারায়ন রবিদাস, গাজী মমিন, আমান উল্লাহ খান ফারাবী, মেহেদী হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *