ফরিদগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

মামুন হোসাইনঃ
করোনা মহামারির কারণে দুই বছর পর সারাদেশের মতো ফরিদগঞ্জ ও পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সামন থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার শিউলি হরির সভাপতিত্বে সহকারি শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন
বাঙালি আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতি মিশে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন উৎসব। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে অংশগ্রহণ করি। এটা আমাদের চেতনা মননে ও সংস্কৃতিতে আছে। বাঙালির এই দিনে আমরা মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিকসহ নানা কর্মকাণ্ডসহ উদযাপন করি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারী। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ। এদিকে গত দুই বছরের ঘরবন্দি জীবন থাকায় বাঙালি বিশেষভাবে বৈশাখ উদযাপন করছে। ভোরে এই আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় মানুষ ভিড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *