
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে জুয়েল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, পারবিারিক কলহ ও পরিবারের সদস্যদের অসামাজিক কার্যকাক্রম সহ্য করতে না পেরে, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের খন্দকার বাড়ির মৃত শাহজাহানের ছেলে রাজমিস্ত্রী জুয়েল হোসেন, তার স্ত্রী নয়ন ও মা লিপি বেগমের সাথে ঝগড়া করে। পরে, বাড়ির পাশে^র বাগানে গিয়ে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে, থানা পুলিশ খবর পেয়ে জুয়েলের মৃতদেহ উদ্ধার করে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, পুলিশ জুয়েলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।