ফরিদগঞ্জে আসৎকুয়ারী, আন-নূর জামে মসজিদ উদ্বোধন

আমান উল্লাহ খাঁন ফারাবী:

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (উঃ) ইউনিয়নে আসৎকুয়ারী গ্রামের আন-নূর জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় আন-নূর জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়াজন করা হয়।
মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ খাঁন ফারাবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্ননবী নোমান। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আবু হানিফ মিজি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৭নং পাইকপাড়া (উঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী, যুবলীগের সাধারণ সম্পাদক বশির উল্লাহ বিএসসি, শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত ক্যাশিয়ার সামছুল আলম মাস্টার, মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মিজি, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক খ ম হারুন অর রশিদ, সাছিয়াখালী স.প্রা.বী প্রধান শিক্ষক ওমর ফারুক মানিক, ডা. আব্দুল কাদের খাণ সোহাগ, মসজিদ কমিটির সহ সভাপতি জিতু গাজী, ওমর ফারুক উজ্জল, লেখক ও সাংবাদিক রাসেল ইব্রাহিম, নান্নু দেওয়াদ, সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিরা বলেন, মসজিদ আল্লাহ’র ঘর, এ ঘর নির্মাণ করতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো। কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো, আবার কেউ শারীরিকভাবে শ্রম দেয়ার চেষ্টা করবো। একই সাথে মসজিদের খোরাক মসজিদের মুসল্লি থাকতে হবে। যদি মসজিদে মসল্লি না থাকে তাহলে মসজিদ তৈরী করে আমাদের কোন লাভ নেই। আমরা নিয়মিত মসজিদে আসতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। এসময় প্রধান অতিথি আসৎকুয়ারী গ্রামের উন্নয়ন প্রসঙ্গে আরো বলেন, আমি চেষ্টা করবো, সরকারি বরাদ্দ থেকে এলাকার রাস্তা-ঘাট করার এবং সড়কে যে যে স্থানে পুকুর ও দীঘির মধ্যে পাড় ভেঙ্গে পড়ছে সেসব স্থানে গাইড ওয়াল করে দেওয়ার ব্যবস্থা করবো। আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্ঠা করবো মসজিদ ও রাস্ত-ঘাট উন্নয়ন ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *