
মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযোগে বাবুল (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাতে তাকে আটকের পর মামলা দায়ের পুর্বক মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনাটি উপজেলার চরদুঃখিয়া পুর্ব ইউপিতে সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ঘটে।
ওই শিক্ষার্থীর মা জানান, মাদ্রাসা পড়ুয়া তার মেয়ে পাশ্ববর্তী বাজার থেকে তৈল ক্রয় করতে গেলে বাবুল তার শ্লীলতাহানি করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে বাবুল (৪০) পালিয়ে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন জানান অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।