চাঁদপুরে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
সমাজসেবা অধিদফতর চাঁদপুর এর আওতাভূক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৩২তম ব্যাচের ৬ মাস মেয়াদী (জানুয়ারি – জুন ২০২২) কম্পিউটার অফিস এপ্লিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১২ জানুয়ারী (বুধবার) চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয় এউদ্বোধনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্বে করেন, চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র কম্পিউটার ল্যাবে অধ্যক্ষ ও সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, অরিয়েন্টেশন প্রোগ্রামে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান।

এসময় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীকে নতুন বছরে স্বাগত জানান, কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান করেন, এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কোর্সের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *