ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সুর্যোদয়ের পরে ৫০ বার তোপধ্বনীর দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ভুমি অফিসার্স কল্যাণ সমিতি, সিআইপ জালাল আহমেদ সমর্থক গোষ্ঠী, উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ, নবীন কচিকাঁচার মেলা, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পরিবারসহ বিভিন্ন সংগঠন।

পরে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শারিরিক কসরত ও কুচকাওয়াজ ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন।

বিকেলে ওই মাঠে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারন অংশ নেয়। এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমানসহ উপজেলা ও থানা পুলিশ প্রসাশন, মুক্তেিযাদ্ধা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ছাত্র/ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


অনুুুষ্টানে সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ও সাংবাদিক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *