
আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলা ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি তরুন সমাজ সেবক, কাতার প্রবাসী মোঃ আক্তার হোসেনের সহযোগিতায় ২’শ ফিট সড়ক ইটা দিয়ে মেরামত করা হয়।
জানা যায়, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাছিয়াখালী থেকে ইছাপুরা সড়কের প্রায় ২’শ ফিট (সাবেক মেম্বার, মরহুম আব্দুল আজিজ মেম্বারের বাড়ির সড়ক) রাস্তার বেহাল দশা, রাস্তাটি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে বড় বড় গর্তে পরিনত হয়েছে। এসময় আক্তার হোসেন সড়কের এপরিস্থিতি দেখে গভীর গর্ত ও সড়কের কিছু কিছু স্থানে ভেঙ্গে যাওয়া অংশকে মেরামতের জন্য ইটার ব্যবস্থা করে দেন।
স্থানীয়রা জানান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ও সাবেক মেম্বারগণ এরাস্তাটি একটা ইটা বা এক বস্তা বালিও ব্যবস্থা করে দেয় নাই। এরাস্তা দিয়ে দৈনিক শত শত মানুষ জাতায়াত করে থাকে, বর্ষার সময় রাস্তাটি হয় গভীর নলকূপে, দেখার কেউ থাকে না। সাছিয়াখালী গ্রামের আব্বাস উদ্দিন বলেন, আমরা এরাস্তাদিয়ে চলাচলের একই বারে অযোগ্য হয়ে পড়েছে, আক্তার ভাই আমাদেরকে ইটার ব্যবস্থা করে দিলে আমাদের এই ২’শ ফিট রাস্তা মেরামতের ব্যবস্থা হয়। চলাচলে তেমন কোন অসুবিধা হবে না। এই সড়কদিয়ে দায়ছারা গ্রাম, শাহাপুর গ্রামের, ৮নং ইউনিয়ন পরিষদে এবং ইছাপুরা গ্রামসহ এই গ্রামের মানুষ চলাচল করে।
এসময় আক্তার হোসেন বলেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আনন্দিত, মানুষ চলাচলের রাস্তা সংস্কারের জন্য আমি সহযোগিতা করতে পেরে। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন সবসময় মানুষের কল্যানে তাদের পাশে দাড়াতে পারি। মানুষের সেবাই আমার জীবনের একটি অংশ।