
আমান উল্লাহ খাঁন ফারাবী:
আগামি ইউপি নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হতে চান তরুণ সমাজ সেবক জহিরুল ইসলাম গাজী।
শান্তি প্রিয় ৭নং পাইকপাড়া উঃ ইউনিয়ন বাসি আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম (গাজী) আপনাদেরই কারো ভাই কারো চাচা কারো মামা
তিনি বলেন, আসছে আগামী ইউপি নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই, আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমার আগামী দিনের পথচলা, পুরো ইউনিয়ন কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ও বাল্যবিবাহ বন্ধ করনসহ সমাজের মধ্যে কলহ দূর করাসহ আমার ভূমিকা থাকবে অতুলনীয়। এবং একটি ইউনিয়নকে আধুনিকায়ন পর্যন্ত থাকবে আমার চেষ্টা।
আমার রাজনৈতিক চিন্তাভাবনায়
একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ
মানুষের জন্য এমন ১টি সমাজ গড়ে তোলা,
সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ সর্বাত্মক চেষ্টা থাকবে।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নের সাধারণ জনগ যদি আমাকে সুযোগ্য প্রার্থী মনে করে তাহলে ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের একজন যোগ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারবো।
আমরা অসুস্থ রাজনীতি দেখতে চাই না। চাই নির্বাচন সুস্থ হোক এবং যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক। ‘আমার ভোট আমি দেবো’ এই স্লোগানকে সাথে রেখে ভোট কেন্দ্রে যেতে চাই এবং নিজের ভোট নিজে দিতে চাই। যদি নিজের ভোটের অধিকার নিশ্চিত না হয়, তাহলে তো সুষ্ঠু নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়৷