
ফরিদগঞ্জে আবারো এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত আ: হামিদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আর এনিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে ফরিদগঞ্জে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটলো। ঘটনাটি সোমবার (২৭ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের দেইচর গ্রামে ঘটে। এঘটনায় সোমবার রাতেই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আ: হামিদ একই এলাকার মহ্রমের ছেলে ও দুই সন্তানের জনক।
জানা গেছে, ঘটনার শিকার ঐ শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (২৭ সেপ্টেম্বর)সকালে সে আরো দুই-তিন শিশুর সাথে বাড়ির অদুরে একটি আখ ক্ষেতের পাশে খেলা করছিল। এসময় পেশায় দিনমজুর ও দুই সন্তানের জনক আ: হামিদ ঐ শিশুকে আখ খাওয়ানোর লোভ দেখিয়ে আখ ক্ষেতের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আ: হামিদ পালিয়ে যায়। এব্যাপারে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতেই শিশুর মা ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাৎক্ষণিক চালিয়ে অভিযুক্ত আ: হামিদকে আটক করে। পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠালে আদলারত তাকে জেল হাজতে প্রেরণ করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে আটক করা হয়েছে।